Search This Blog
Sunday, November 30, 2014
Dropbox কি ? কেন ব্যবহার করা হয় ?
আজ dropbox সম্বন্ধে আপনাদেরকে জানাবো। dropbox হল এমন একটি ক্লাউড স্টোরজ সাইট যেখানে আপনি আপনার গুরুত্বপুর্ন তথ্য ক্লাউডে schyncronaized করে রাখতে পারেন। dropbox এর ওয়েব ভার্সন এবং ডেস্কটপ ভার্সন আছে। চাইলে আপনি আপনার কম্পিউটার অথবা এন্ড্রয়েড ফোনে ড্রপবক্সের সফটওয়্যারটি ইন্সটল করেও রাখতে পারেন। ড্রপবক্সে একাউন্ট খোলা খুবই সহজ। এর জন্য আপনার একটি ইমেইল আইডি লাগবে. এই লিঙ্কে ঢুকে আপনি একাউণ্ট খুলতে পারেন http://dropbox.com । সাইন ইন করার পরে আপনি পাবলিক নামে একটি ফোল্ডার দেখতে পারবেন সেখানে আপনি আপনার ফাইলগুলো রাখতে পারেন এবং সবার সাথে ফাইল শেয়ার করতে হলে যে যে ফাইল শেয়ার করবেন সেগুলোর উপর মাউস ক্লিক করলে copy public link নামে একটি ট্যাব শো করবে সেখান থেকে আপনি লিঙ্ক কপি করবেন। আপনার যখন যেখানে খুশি সেখানেই ওই লিঙ্ক ব্যবহার করতে পারেন। শুধুমাত্র পাবলিক ফোল্ডারেই আপনি আপনার ফাইলগুলো রাখলে সবাই দেখতে পারবে। আর অন্য সব ফোল্ডারে আপনি ফাইল রাখলে আপনি ছাড়া কেউ দেখতে পারবে না।
অনেক সময় আমরা আমদের বিভিন্ন কাজ সবার সাথে শেয়ার করতে চাই বা দেখাতে চাই তখন আমরা আমদের অই কাজগুলো পাবলিক ফোল্ডারে রেখে লিঙ্কটা শেয়ার করলেই সবাই ওই কাজগুলো দেখতে পারবে । এভাবে আপনি আপনার ফাইলসমূহ dropbox এ জমা রাখতে পারেন এবং আপনার কাছে শুদ্গু ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি আপনার ফাইলসমূহ ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।
Subscribe to:
Posts (Atom)