Search This Blog

Monday, December 15, 2014

SEO কি,কেন শিখবেন?কিভাবে শিখবেন? SEO এক্সপার্ট হতে হলে কি কি জানতে হবে?





SEO কি?


SEO এর পূর্নরূপ হল Search Engine Optimization (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)। সহজ কথায় বলতে গেলে সবাই চায় তার ওয়েবসাইট অথবা ব্লগসাইট যেন সার্চ এঞ্জিনের প্রথম পাতায় থাকে অথবা সার্চ এঞ্জিনে সার্চ দিলে যাতে খুব সহজেই তার ওয়েবসাইট অথবা ব্লগ সাইট show করে। আর এ জন্যই ওয়েব সাইটে এসইও এর দরকার পরে।

SEO কেন শিখবেন?


বর্তমান বাজারে SEO এর ব্যপক চাহিদা। যারা ফ্রিল্যন্সিং করতে চান তারা নিসন্দেহে SEOতে ক্যারিয়ার গড়তে পারেন। একটি পরিসংখ্যান দিলে আরো ভালভাবে বুঝতে পারবেন। ২০১২ তে বাংলাদেশ এই SEO এর উপর কাজ করে ফ্রিলেন্সার.কম এ বিশ্বের মধ্যে প্রথম হয়েছে এবং অনলাইন মার্কেট প্লেসে যতগুলা কাজ রয়েছে তার মধ্যে এই SEO এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছেএবং অনলাইন জুরে শুধুমাত্র SEO এর কাজই ৬৫% থেকে ৭০%।

SEO কিভাবে শিখবেন?

আপনি বিভিন্ন টিউটেরিয়াল দেখে অথবা এক্সপার্টদের কাছ থকে সাহায্য নিয়ে খুব সহজেই SEO শিখতে পারবেন। আর গুগল তো আছেই আপনার পাশে।

SEO এক্সপার্ট হতে কি কি জানতে হবেঃ

  • এসইও কি, এসইও কতপ্রকার?
  • কী ওয়ার্ড রিসার্চ কি, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
  • অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
  • মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
  • কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিপ্লেসমেন্ট, সাইট ম্যাপ।
  • সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং, ওয়েবসাইট এসইও স্ট্রাকচার মেকিং ।
  • অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
  • সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স) এর ব্যবহার।
  • বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক, Web 2.0 তৈরি ।
  • ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।
  • আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
  • লিংক হুইল, গেস্ট ব্লগিং, , আর্টিকেল মার্কেটিং।
  • ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
  • বিভিন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
  •  এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
  • সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
  • গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্দতি।
  • ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
  • অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।
 ধন্যবাদ। পোস্টটি দেখার জন্য।