যারা প্রফেশনাল লোগো ডিজাইনার না তাদের জন্য এই পোস্ট। আজ আপনাদের শেখবো কিভাবে কোন লোগো মেকার
সফটয়্যার ছাড়াই ডিজাইন করবেন ।
লোগো ডিজাইন করার জন্য অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট আছে । তার ভেতর অন্যতম একটি
ওয়েবসাইট হল www.flemingtext.com । আজ আপনাদের এই ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে ফ্রী লোগো ডিজাইন
করবেন সেটা সেটা শেখবো।
start creating logo তে ক্লিক করার পর আপানার লোগো তৈরি করার মূল কাজ শুরু হল ।
আপনি হরেক রকম লোগো দেখতে পাবেন।এখান থেকে যেকোন একটি লোগো পছন্দ করতে পারেন অথবা logo categories থেকে আপনি বিভিন্ন ডিজাইন পছন্দ করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনে ক্লিক করবেন। তারপর নিচের ছবির মত একটি বক্স আসবে।
এবার লোগো টেক্সট বক্সে আপানি যে নামে লোগো তৈরি করবেন সেই নামটি লিখুন। যেমন আমি webmoja লিখেছি। তারপর আপনি আপনার ইচ্ছা মত ফন্ট চেঞ্জ করুন অথবা ফন্ট সাইজও বদলাতে পারেন, আপনার লোগোটি কে আরো সুন্দর করার জন্য উপরের চিত্রে খেয়াল করুন দেখবেন logo,shadow,background এবং image ট্যব আছে সেখান থেকে আপনার লোগোটিকে কাস্টমাইজ করতে পারেন। সব কাজ সম্পন্ন হলে এবার create logo তে ক্লিক করুন. ব্যস আপনার লোগো তৈরি হয়ে গেল।
এবার উপরের চিত্রের মত পেজ আসবে। personal use এ ক্লিক করুন।
উপরের চিত্রে দেখুন download বাটন আছে। সেখনে ক্লিক করে আপনি আপনার লোগোটি download করে নিন।এভাবে আপনি লোগো ডিজাইন করবেন। কোনো সমস্যা থাকলে নিচে কমেণ্ট করতে পারেন। ধন্যবাদ।