পরিচিতিঃ
MODEM শব্দটি MODULATOR এবং DEMODULATOR এই শব্দ দুটির সমন্বয় গঠিত। অর্থাৎ MODULATOR এর MO এবং DEMODULATOR এর DEM এর সমন্বয় MODEM শব্দটির উৎপত্তি। প্রথম কম্পিউটারে ব্যবহারের উদ্দেশ্য মডেম আবিস্কৃত হয় ১৯৭৭ সালে এবং এর আবিষ্কারক দুজন হলেন Dale Heatherington এবং Dennis Hayes।
মডেমের প্রকারভেদঃ
দুই ধরনের মডেম আছে
১।এক্সটারনাল মডেম(EXTERNAL MODEM)ঃ এটা কম্পিউটারের বাইরে সিরিয়াল পোর্ট COM1 এবং COM2 তে স্থাপন করতে হয়। আমরা সাধারণত যে মোডেম ব্যবহার করি তা হল USB EXTERNAL MODEM।
২।ইন্টারনাল মডেম(INTERNAL MODEM)ঃ এটা মাদারবোর্ডের নিদির্ষ্ট স্লটে সংযুক্ত করতে হয়।
যেভাবে কাজ করে মডেমঃ
MODEM এর নামকরন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে মডেম কিভাব কাজ করে। MODEM এর কাজ মুলত দুটিঃ
১। ডাটা ট্রান্সমিশনের সময় ডিজিটাল ডাটাকে এনালগ ডাটা এবং
২। ডাটা রিসিভিং এর সময় এনালগ ডাটাকে ডিজিটাল ডাটাতে রুপান্তর করা।
এই কাজটি করার কারন হল কম্পিউটার ডিজিটাল ডাটা নিয়ে কাজ করে। এনালগ ডাটা নিয়ে কাজ করতে পারে না। দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিশন করার জন্য ডাটাকে এনালগ ভাবে প্রেরন হয়, আর এনালগ এবং ডিজিটাল সিগন্যালের সমন্বয় করেই মডেম তৈরি করা হয়েছে। এভাবেই মডেম কাজ করে।
No comments:
Post a Comment