Search This Blog

Tuesday, December 30, 2014

আপনার পেনড্রাইভকে র‍্যাম হিসাবে ব্যবহার করুন। (use your pendrive as a ram)

আসস্লামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা। অনেকদিন পর পোষ্ট লিখতে বসলাম। আজ আপনাদেরকে জানাবো কিভাবে একটি পেনড্রাইভ কে কম্পিউটারের র‍্যাম(ram) হিসাবে ব্যবহার করবেন।


প্রথমে আপনার কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করুন। তবে আপনার পেনড্রাইভ নুন্যতম পক্ষে 2 GB হতে হবে।  এরপর my computer এর উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করে properties এ যান। এরপর Advance>Performance> setting > Advance > change অপশনে যান। এখন ড্রাইভ অপশন মেনু থেকে পেন্ড্রাইভ নির্বাচন করুন। তারপর custom size অপশন থেকে আপনি আপনার পেন্ড্রাইভের কতটুকু জায়গা ram হিসাবে ব্যবহার করতে চান তা initial size ও maximum size বক্সে লিখতে হবে। তবে ৫-১০ -মেগাবাইট জায়গা কম লিখতে হবে, কারন উইন্ডোজের ৫-১০ মেগাবাইট খালি যায়গা প্রয়োজন। এবার ok অথবা apply বাটনে ক্লিক করে কম্পিউটার restart করুন। আপনার কাজ কমপ্লিট। এখন থেকে আপনি আপনার কম্পিউটার আরো দ্রুতগতিতে চালান। আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে পারেন। পোষ্টটি দেখার জন্য ধন্যবাদ।