Search This Blog

Wednesday, December 3, 2014

গুগল এ্যাডসেন্স ব্যান্ড হওয়ার কারন সমূহঃ



গুগল এ্যাডসেন্স ব্যান্ হওয়ার কারন সমূহ

১। নিজের এ্যাডে নিজে কখনোই ক্লিক করবেন না। কারন আপনার প্রতিটা কাজের গতিবিধী গুগল লক্ষ্য করে।
২। গুগলের যে এ্যাড কোড সেটা চেঞ্জ করে নিজের মত ডিজাইন করবেন না।
৩।সর্বদা কপি পেস্ট থেকে বিরত থাকবেন।
৪।কোন ছবির পাশে এ্যাড ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারন এটা গুগলের নিয়মানুযায়ী অবৈধ।
৫। গুগলের নির্দেশনা অনুযায়ী এ্যাডে ক্লিক করার জন্য কাউকে অনুপ্রানিত বা অনুরোধ করা থেকে বিরত থাকবেন
৬। এ্যাডসেন্স একাউন্ট খোলা রেখে আপনার এ্যাডসেন্স ব্যবহারিত সাইট খোলা রাখবেন না।
৭। নেতীবাচক কোন পোস্ট করা থেকে বিরত থাকবার চেস্টা করবেন
৮। আইপি পরিবর্ত্ন করে নিজের এ্যাডে নিজে ক্লিক করবেন না।
এগুলো মেনে চললেই আশা করা যায় আপনার এ্যাডসেন্স ব্যন্ড হবে না।
সর্বদা মনে রাখার চেষ্টা করবেন যে গুগল আপনার প্রতিটা কাজের গতিবিধী নজরে রাখে। তাই গুগলকে ফাকি দেবার চেষ্টা করবেন না।আপনার যেকোন মন্তব্য নিচে কমেন্ট করতে পারেন।