আসস্লামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন ? আশা করি ভালোই আছেন। তো আজ আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার কম্পিউটারে পেন্ড্রাইভ ব্যবহার বন্ধ করবেন।
অনেক সময় আপনার কম্পিউটারে আপনার অনুমতি ছাড়াই অনাকাংখিত কেউ পেন্ড্রাইভ অথবা কার্ড রিডার সংযুক্ত করে আপনার ব্যক্তিগত অথবা প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করছে। যার ফলে আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা নষ্ট হচ্ছে। পাশাপাশি আপনার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ছোট্ট একটি কাজ করলে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন।
১।প্রথমে Start থেকে Run এ গিয়ে কমেন্ট বক্সে Regedit লিখে এন্টার চাপুন
২। নতুন একটি window আসবে। সেখান থেকে HKEY_LOCAL_MACHINE ক্লিক করে System যান।
৩। Current Control Set Services গিয়ে একেবারে নিচের দিকে USBSTOR এ গিয়ে Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন।
ব্যাস কাজ শেষ। এবার আপনি পিসি তে পেন্ড্রাইভ অথবা কার্ড রিডার ঢুকালে শো করবে না।
আবার আপনার যখন প্রয়োজন পরবে তখন ভ্যালুটাকে ৪ থেকে ৩ করে দিলেই আপনি পেন্ড্রাইভ ব্যবহার করতে পারবেন। আজ এই পর্যন্তই। পোষ্টটি দেখার জন্য ধন্যবাদ।