Search This Blog

Sunday, December 21, 2014

কিভাবে একটি মাত্র ক্লিকেই অনেকগুলো ফোল্ডার তৈরি করবেন.....



আমাদের অনেক সময় একাধিক ফোল্ডার তৈরির প্রয়োজন হয়। কিন্তু বার বার ফোল্ডার তৈরি করা খুব বিরক্তিকর। তাই আজ আপানাদের শেখাবো কিভাবে একটি ক্লিকেই অনেকগুলো ফোল্ডার তৈরি করা যায়। প্রথমে নোটপ্যাড অথবা যেকোনো টেক্সট ইডিটর ওপেন করুন। তারপর ঐ টেক্সট ইডিটরে MD লিখে যে যে নামে ফোল্ডার তৈরি করবেন সেই নাম গুলো লিখুন এবং প্রতিটির মাঝে স্পেস ব্যবহার করবেন।(MD<space>Folder Name<space>Folder name).


এবার আপনি File মেনুতে গিয়ে save as করে File এর যেকোন নাম দিয়ে file extetation দিবেন .bat। যেমন (webmoja.bat)



এবার দেখবেন উপরের চিত্রের মত একটি ফাইল তৈরি হয়েছে। ফাইলে ডাবল ক্লিক করলেই আপনার ফোল্ডার গুলো তৈরি হয়ে যাবে।


তো এই ভাবেই আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। ধন্যবাদ পোস্টটি দেখার জন্য।

No comments:

Post a Comment